দেশজুড়ে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ

আজ (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রাসহ সারা দেশে কারফিউ জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ থাকবে।

আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে কারফিউ বলবৎ করা হলো।

আরও পড়ুন : চট্টগ্রামে ২ দিন যেভাবে চলবে কারফিউ

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে চট্টগ্রামসহ সারা দেশে সংঘর্ষ-সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংষ্কার দাবির আন্দোলন ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে গত ১৯ জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথমে ওই দিন রাত ১২টা থেকে কারফিউ চলে। পরে শিথিল দিয়ে কারফিউ চলে আসছিল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm