নগরের ইপিজেডে মো. ইব্রাহিম, এবাদুল্লাহ ও মো. হুমায়ুন কবির নামে তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ইপিজেডের কিউএনএস কনটেইনার ডিপোর পেছনে কলসিদিঘীর পাড় ৭নং পকেট গেইট থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলসিদিঘীর পাড় অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের আজ (মঙ্গলবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এনইউএস/আলোকিত চট্টগ্রাম
মন্তব্য নেওয়া বন্ধ।