পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী একটি উড়োজাহাজ ‘দুর্ঘটনা’ থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
দেশটির এআরওয়াই নিউজ টিভির খবরে বলা হয়, সরকারবিরোধী সমাবেশে যোগ দিতে একটি বিশেষ উড়োজাহাজে ইমরান গুজরানওয়ালা শহরে যাচ্ছিলেন। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়।
উড়োজাহাজটির পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিরাপদে উড়োজাহাজটি অবতরণ করতে সক্ষম হন। এরপর ইমরান সড়কপথে গুজরানওয়ালায় যান। গুজরানওয়ালায় গিয়ে তিনি সমাবেশ করেন।
তবে মাঝ আকাশে ইমরানকে বহনকারী উড়োজাহাজে ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটির নেতা আজহার মাশওয়ানিকে বলেন, উড্ডয়নের পর খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটি ইসলামাবাদে ফিরে আসে। পিটিআইয়ের এই নেতা টুইট করে বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটির খবর ঠিক নয়।
গুজরানওয়ালার সমাবেশে ইমরান সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান সরকারের অধীন দেশ ও অর্থনৈতিক অবস্থার আরও পতন ঘটলে তার জন্য তাদের দায়ী করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।