পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সামনে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা যেন উৎসবের মধ্যদিয়ে পালন করা হয় সেজন্য আমাদের পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই ব্যাপারে আমরা তৎপর আছি। যদি কেউ বিশৃঙ্খলা করতে চায় তাকে তাকে কঠোর আইনের আওতায় নিয়ে আসব।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ইদানিং বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আছে যারা সম্প্রীতি নষ্ট করতে কাজ করতে পারে। আমরা চাই আপনাদের (সাংবাদিকদের) ও আমাদের (পুলিশের) পদক্ষেপের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের কোনো ঘটনা ঘটবে না। এদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ও মুসলমান সবার।
আরও পড়ুন : চট্টগ্রামে কেমন চলছে পুজোর প্রস্তুতি, কী বলছেন হিন্দু নেতারা
তিনি বলেন, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িত হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা তৎপর। যারা জামিন পেয়েছে যদি কোনো কারণে আমাদের এখানে দেখি যে আবার এসব কাজে জড়িয়েছে সেখানে আমরা তাকে আবার আইনের আওতায় আনব। যারা জামিনে আছে, জামিন একটি আইনি অধিকার। যদি সে সন্ত্রাসীবাদী কার্যকলাপে জড়িত থাকে সেক্ষেত্রে আমাদের যে সার্ভিলেন্স সেটি কিন্তু সবসময় আছে। কোনো ধরনের অপতৎপরতায় ও অপরাধকর্মে জঙ্গি বা সন্ত্রাসীদের জড়িত হওয়ার সুযোগ নেই।
নিরাপরাধ কেউ মামলার আসামি হলে ভয় নেই জানিয়ে তিনি আরও বলেন, মামলায় অনেক সাংবাদিক এবং পুলিশ সদস্যও আসামি হয়েছেন। তবে সাংবাদিকদের চেয়ে পুলিশের সংখ্যা বেশি। যারা সত্যিকার অর্থে ঘটনায় জড়িত, তাদের আসামি করলে মামলা শক্ত ও তদন্ত করা সহজ হয়। থানায় মামলা রেকর্ড করার আগে পুলিশকে বলেছি যাচাই-বাছাই করে দেখে নেওয়ার জন্য। মামলা হলে যে গ্রেপ্তারের আওতায় আসবে তা নয়। নিরীহ কাউকে যদি আসামি করা হয় সেটা যাচাই-বাছাই করা হবে। প্রতিটি মামলা বিশ্লেষণ করে আমরা পৃথক তদন্ত কমিটি করেছি।
এসময় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া।
আরবি/আলোকিত চট্টগ্রাম