দুর্গাপূজায় শৃঙ্খলা রক্ষায় সফল আন্দরকিল্লায় বিএনপির সমন্বয় কমিটি, নেতৃত্বে আলী আজগর

শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বয় কমিটি গঠন করে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরের পূজামণ্ডপে নিরাপত্তায় এই কমিটি গঠন করা হয়।

আন্দরকিল্লা ওয়ার্ডে সমন্বয় কমিটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী আজগর সমন্বয় কমিটিতে কলিম উদ্দিন চৌধুরী, জসীম উদ্দিন সাগর, আব্দুল মান্নান, ইমাম উদ্দিন, মিঠুন দাশ, আবুল বাশারসহ আরও অনেকে।

আন্দরকিল্লা ওয়ার্ডের এই সমন্বয় কমিটি যুব কল্যাণ সংঘ, সাধু তারা চরণ, আমরা কজন, সতীশ বাবু লেন পূজা পরিষদ, নবগ্রহ বাড়ি, হাজারী লেন পূজা উদযাপন পরিষদ, রাজাপুর লেন পূজা পরিষদ, আজাদী গলি, এবং লোকনাথ বাড়ি পূজা মণ্ডপে শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক সক্রিয় ছিল এই কমিটি।

মোহাম্মদ আলী আজগর বলেন, আন্দরকিল্লা ওয়ার্ডের নয়টি পূজা মণ্ডপে স্বেচ্ছায় দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবকরা। সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন তারা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm