চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে পাওয়া গেছে ১১০ কার্টন সিগারেট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় চট্টগ্রাম কাস্টমস হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে ফ্লাই দুবাই ফ্লাইটে এফজেড, ৫৬৩-এ দুবাই থেকে চট্টগ্রাম আসেন ওই যাত্রী।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ফ্লাই দুবাই জেট ৫৬৩ এয়ারলাইনসে চট্টগ্রামে আসেন মো. আমান উল্লাহ নামে যাত্রীর ব্যাগ। তল্লাশি করে তাঁর ব্যাগে ১১০ কার্টন সিগারেট পাওয়া যায়। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের চারালিয়া হাট।
কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রীর ব্যাগে বিশেষ কায়দায় লুকানো ছিল সিগারেটগুলো। জব্দ করা সিগারেটের মুল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। রাজস্ব ফাঁকির পরিমাণও ৩ লাখ ৩০ টাকার। কারণ ঘোষণা দিয়ে সিগারেট আনা হলে দ্বিগুণ রাজস্ব পরিশোধ করতে হয়।
এদিকে কাস্টমস কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা সিগারেট বাজেয়াপ্ত করার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কাস্টোডিয়ান শাখায় রাখা হয়েছে।
আলোকিত চট্টগ্রাম
মন্তব্য নেওয়া বন্ধ।