দুদকের হানা—গণপূর্তের জায়গা দখল করে রেখেছে ডিসি অফিসের কর্মচারীরা!

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে গণপূর্ত বিভাগের জায়গা দখলের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দুটি সমিতির নামে কক্সবাজার বন বিভাগ ও পুলিশ সুপারের কার্যালয়ের মাঝামাঝি এলাকায় গণপূর্ত বিভাগের প্রায় ৩০ শতাংশ জমি দখল করেছে। দখল করা জায়গায় নির্মাণ করেছে দোকান এবং ঘর।

আরও পড়ুন: সৌন্দর্যবর্ধনে অনিয়ম—সিটি করপোরেশনে দুদকের হানা

দুদক

Yakub Group

এ বিষয়ে দোকান মালিকরা জানান, সমিতির সভাপতি ও সেক্রেটারির সঙ্গে চুক্তির মাধ্যমে তারা মাসিক ভাড়া দিয়ে দোকান পরিচালনা করছেন।

তবে দখলের বিষয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, ওই জমি বরাদ্দের জন্য প্রায় ২০ বছর আগে আবেদন করা হয়েছে। যা মন্ত্রণালয়ে ঝুলে আছে। তাই আমরা জমি দখলে রেখেছি।

গণপূর্ত বিভাগ চাইলে জমির দখল ছেড়ে দেবেন বলে লিখিতভাবে জানান তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে এনফোর্সমেন্ট টিম তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবরে শিগগির প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm