হঠাৎ এলো ঘোষণাটি। যার জন্য প্রস্তুত ছিল না ফুটবলবিশ্ব।
দুই দশকেরও বেশি সময়ের বন্ধন ছিন্ন করে মেসি ছাড়ছেন বার্সেলোনা!
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর। দুই পক্ষের সমঝোতার পরও অর্থনৈতিক কারণে মেসিকে ধরে রাখতে পারছে না বার্সেলোনা।
মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয় গত ৩০ জুন। তখন থেকেই বার্সেলোনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলে আসছিলেন, যেকোনো দিন মেসির সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেবেন তারা। তাই ফুটবলবিশ্ব অপেক্ষায় ছিলেন মেসি-বার্সার নতুন অধ্যায় শুরুর।
তবে বিশ্বকে অবাক করে দিয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাত বার্সেলোনার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, মেসির সঙ্গে তারা আর চুক্তি নবায়ন করতে পারছে না।
২০০০ সালের বার্সেলোনার ইয়ুথ দলে যোগ দিয়েছিলেন মেসি। ২০০৩ সালে অভিষেক হয় মূল দলে। দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় থাকার পর ২০২১-২২ মৌসুমে নতুন ক্লাবে দেখা যাবে মেসিকে।
বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি, গোল করেছেন ৬৭২টি। দুটিই বার্সেলোনার ইতিহাসের রেকর্ড। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও মেসির। বার্সেলোনার হয়ে ৩৫টি শিরোপা জিতেছেন এই জাদুকর।
আলোকিত চট্টগ্রাম