করোনা মোকাবিলায় ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাহ কোহলি ও বলিউড স্টার আনুশকা শর্মা। শুরুতেই এই দম্পতি ফান্ডে দান করেছেন দুই কোটি রুপি।
এই তারকা দম্পতির লক্ষ্য ৭ কোটি রুপি সংগ্রহ। এ অর্থ তারা ব্যয় করবেন অক্সিজেন সরবরাহ, টিকা সচেতনতা তৈরি, টেলিমেডিসিন সেবা এবং স্বাস্থ্যকর্মীদের পেছনে।
এ ব্যাপারে আনুশকা বলেন, কঠিন সংকটের মধ্যদিয়ে যাচ্ছে ভারত। এখন সময় একসঙ্গে সবার লড়াই করার।
অপরদিকে বিরাট কোহলি বলেন, দেশের ইতিহাসে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। জাতির প্রয়োজনে এখন আমাদের একতা দরকার। আমরা এই ফান্ডের মাধ্যমে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব। আমরা একসঙ্গে এই সংকট কাটিয়ে উঠব।
আলোকিত চট্টগ্রাম