নগরে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে কোতোয়ালী থানার এনায়েতবাজার রানীর দীঘির পূর্বপাড় থেকে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে আজ সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের শরীর শক্ত হয়ে গেছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ইন্সপেক্টর অপারেশন আরমান হোসেন বলেন, আজ সকালে একটি লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।
ইন্সপেক্টর অপারেশন আরও বলেন, লাশের আনুমানিক বয়স ৩৫ বছর হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যদি কেউ লাশের পরিচয় জেনে থাকে তাহলে থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।
আরবি/আলোকিত চট্টগ্রাম