দিন কাটে মেঝেতে, কাশিমপুর কারাগারে এখন সাধারণ কয়েদি ‘ইয়াবা ডন’ বদি

বদির নাম শুনেননি দেশে এমন মানুষ খুব কমই আছেন। আলোচিত রাজনীতিবিদ টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। ‘ইয়াবা ডন’ নামেই যিনি বেশি পরিচিত।

প্রভাবশালী সেই বদি এখন বন্দী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে।কেমন আছেন বদি?

কারাগারের ছোট্ট এক সেল। সেই সেলের মেঝেতেই বিছানা পেতে দিন কাটছে রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত বদির। খাওয়া-দাওয়াও সাধারণ কয়েদির মতো। দেখে মনেই হবে না, ইনিই সেই ‘ইয়াবা ডন’ বদি।

রাজনৈতিক ক্ষমতাকে হাতিয়ার করে বদি হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক মাদকচক্রের গডফাদার। বিপুল অবৈধ সম্পদের মালিক বদি ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন। কিন্তু মাদক ব্যবসার অভিযোগে ২০১৮ সালে দলের মনোনয়ন হারান তিনি।

মনোনয়নবঞ্চিত হলেও ক্ষমতাবঞ্চিত হননি বদি। তার স্ত্রী ওই আসন থেকে হন এমপি। তাই অটুট থাকে বদির মাদকের সাম্রাজ্য।

শেখ হাসিনা সরকার পতনের পর গত ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন বদি। প্রথমে কক্সবাজার কারাগার, পরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এবং সবশেষে তাঁকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।

কারা সূত্র জানিয়েছে, বর্তমানে আব্দুর রহমান বদি সাধারণ কয়েদির খাবার খাচ্ছেন। মেঝেতে শুয়ে কাটছে রাত। কারণ সাবেক সংসদ সদস্য হলেও এখনও ডিভিশন সুবিধা পাননি তিনি। কক্সবাজার কারাগারে ডিভিশন সুবিধা পেলেও কাশিমপুরে তাঁর আবেদন এখনও প্রক্রিয়াধীন।

কাশিমপুর কারাগারের এক কর্মকর্তা বলেন, গাজীপুর জেলা প্রশাসক অনুমতি দিলে বদিকে ডিভিশন সুবিধা দেওয়া হবে। এর আগ পর্যন্ত তাঁকে সাধারণ কয়েদির মতোই থাকতে হবে।

ডিভিশন সুবিধা পেলে একটি বেড, টেবিল-চেয়ার, পত্রিকা ও ফ্যানের ব্যবস্থা করা হয়। তবে যেহেতু এখনও এ সুবিধা মেলেনি, তাই সাবেক এমপি বদিকে কারাগারের সাধারণ বন্দিদের মতোই থাকতে হচ্ছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm