দিনদুপুরে ধরা খেল আওয়ামী লীগ নেতা আজাদ

আনোয়ারায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সগীর আহমেদ আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন : যুবলীগ নেতা লুট্টু গ্রেপ্তার

গ্রেপ্তার সগীর আহমেদ আজাদ উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের পোস্টমাস্টার বাড়ির মৃত ফজল আহমদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্রেপ্তার সগীর আহমেদ আজাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm