সাঙ্গুর মোহনায় দিনদুপুরেই অভিযান, পোড়ানো হলো নিষিদ্ধ ২২ জাল

আনোয়ারায় বিশেষ অভিযানে ৮টি বেহুন্দি জাল, ৩টি পেকুয়া জাল ও ১১টি মশারি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

আরও পড়ুন: এসেছে ফেব্রুয়ারি, শুরু হয়েছে চসিকের ‘বাংলা’ অভিযান

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ (বুধবার) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে আনুমানিক ১৬ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক অধীর চন্দ্র দাস, সহকারী পরিচালক মাহমুদুল ইসলাম চৌধুরী, মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, ফিল্ড কর্মকর্তা জাহেদ আহমেদ, অফিস সহকারী মো. এনামুল হকসহ কোষ্টগার্ড সাঙ্গু, গহিরা ও রায়পুর কন্টিনজেন্ট কমান্ডাররা।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!