দারিদ্র্য বিমোচনে তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি জরুরি

‘দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি জরুরি। বাংলাদেশেকে সত্যিকারের উন্নয়নশীল দেশ হিসেবে দেখতে হলে চীন, মালেশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিক কর্মসূচি হাতে নিতে হবে, যেখানে তরুণ-শিক্ষিত উদ্যোক্তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি জড়িত হতে পারে।’

চট্টগ্রাম কোস্ট ফাউন্ডেশন আয়োজিত তরুণ উদ্যোক্তা সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শনিবার (১ নভেম্বর) সকালে নগরের চান্দগাঁওয়ে এ আয়োজন করা হয়।

কোস্ট ফাউন্ডেশন চান্দগাঁও এলাকার ব্যবস্থাপক মো. রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, কৃষি কর্মকর্তা রুজিনা আক্তার এবং পাহাড়তলী থানার যুব উন্নয়ন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

এছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চল থেকে ২০ জন তরুণ, সফল ও সম্ভাবনাময় উদ্যোক্তা অংশ নিয়ে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।

শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী আনোয়ার হোসেন। তিনি বলেন, কোস্ট ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। চট্টগ্রামে বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের ২৬ হাজার ১৫ জন সদস্য রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ সদস্য ক্ষুদ্র উদ্যোগ অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, আমাদের দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। একইসঙ্গে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।

উপকূলীয় এলাকায় রেডিও সৈকত এবং রেডিও মেঘনার মাধ্যমে আবহাওয়া বার্তা ও দুর্যোগ পূর্বাভাস বিশেষ বুলেটিন প্রচার করার জন্য কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মাছ চাষ ও হাঁস-মুরগি পালন এবং সবজি চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ৪ শতাংশ হারে সরকারিভাবে ঋণ দেওয়া হয়। উদ্যোক্তাদের এই ঋণ নেওয়ার সুযোগ আছে।

কৃষি কর্মকর্তা রুজিনা আক্তার বলেন, তরুণ উদ্যোক্তাদের মধ্যে নারীদের এগিয়ে আসতে হবে। সরকারি চাকরির জন্য সময় নষ্ট করা যাবে না। প্রত্যেক ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে। বাড়ির চারপাশে অনাবাদি ও পতিত জমিতে সবজি চাষ, হাঁস-মুরগি পালন, গরু পালন, মাছের খামার ও হ্যাচারি তৈরি করতে হবে।

বিষমুক্ত সবজি চাষ, কফি চাষ, কাজু বাদাম, শুঁটকি নিয়ে কাজ করার জন্য তিনি কোস্ট ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

তিনি বলেন, কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের কম লাভে ঋণ দেওয়া হয়। এই ঋণ তরুণ উদ্যোক্তাদের নেওয়ার সুযোগ রয়েছে।

যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, দুযোর্গকালীন সময় সবার আগে এগিয়ে আসে কোস্ট ফাউন্ডেশন। কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যুহার রোধ করার জন্য অভিভাবকদের সচেতন সভার মাধ্যমে পুকুরপাড়ে বেড়া দিতে উৎসাহিত করতে হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm