দক্ষিণের যুবলীগ নেতা সদরঘাটে ধরা

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আবুল কাশেমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরের সদরঘাট এলাকার ইউসিবি ব্যাংকের সামনে থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার আবুল কাশেম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত সালেহ আহমদের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রামে মধ্যরাতে ধরা খেল আওয়ামী লীগ ও যুবলীগ নেতা

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন আবুল কাশেম। চট্টগ্রাম শহরে বাসা ভাড়া নিয়ে তিনি বসবাস করছিলেন। এছাড়া মাঝেমধ্যে ইছানগর এলাকায় নিজ বাড়িতে যেতেন।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে কাসেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে।

জেজে/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm