দক্ষিণের যাত্রীদের ৪ ঘণ্টার ভোগান্তি

আগাম কোনো ঘোষণা ছাড়াই চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে হঠাৎ ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। টানা ৪ ঘণ্টা পর তুলে নেওয়া হয় সেই ধর্মঘট। তবে এ চার ঘণ্টায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার যাত্রীকে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নগরের শাহ আমানত নতুন ব্রিজ চত্বর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় সব কাউন্টার। এসময় রাস্তায় ও কাউন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে শত শত যাত্রী। অনেক যাত্রী বাধ্য হন বাড়তি ভাড়ায় বিকল্প পথে গন্তব্যে যেতে।

আরও পড়ুন : ৪ সেতু পাল্টে দিয়েছে দক্ষিণ চট্টগ্রামের যাতায়াত

জানা গেছে, আজ সকাল থেকে কোনো বাস নতুন ব্রিজ এলাকা থেকে কক্সবাজার যায়নি। এছাড়া কক্সবাজার থেকেও কোনো বাস আসেনি চট্টগ্রামে। এতে ভোগান্তিতে পড়তে হয় দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের। স্বল্প দূরত্বের যাত্রীদের অনেকেই বিকল্প যান হিসেবে বেছে নেন অটোরিকশা ও মোটরসাইকেল।

স্থানীয় সূত্র জানায়, পরিবহন শ্রমিকদের মারধর ও চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে বাস ধর্মঘট শুরু করে মালিক-শ্রমিকরা। এছাড়া প্রতিটি বাস থেকে চাঁদা আদায় বন্ধ করাসহ বিভিন্ন দাবিও জানান তারা।

এদিকে আজ দুপুর ২টার দিকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানান আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি নুরুল কবীর। তিনি বলেন, শ্রমিকদের একটি পক্ষ আরেকটি পক্ষকে মারধর ও চাঁদা আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে গাড়ি চালানো বন্ধ করে দেয়। পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm