প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে একে একে ১৩টি গরু নিয়ে এসেছিলেন কামাল মিয়া (৩৩)। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ৬ জুলাইয়ের রাত দেড়টার অভিযানে।
ওসি মু. আলমগীর হোসেনের নির্দেশে এসআই অমর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে উপজেলা সদরের চেরারকুলের আবুল হোসেনের বাড়ির পশ্চিম পাশের বাগানের ভেতর থেকে বিভিন্ন রঙ ও আকৃতির ১৩টি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৭টি বলদ ও ৬টি ষাড়। এসময় কামালকে আটক করে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মু. আলমগীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, কামাল ও তার সহযোগীরা অবৈধভাবে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে গরুগুলো নিয়ে এসেছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ইউনুছ/আরবি