বান্দরবানের থানচিতে ভয়াবহ আগুনে ৪০টির বেশি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ৮টায় উপজেলার থানচি বাজারে এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট, থানচি বিজিবি ক্যাম্পের সদস্য, পুলিশ ও স্থানীয়রা মিলে প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন, আগুনে থানচি বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাজারের ৪০টিরও বেশি দোকান-বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ ভোরে ভয়াবহ আগুনে থানচি বলিপাড়া বাজারের অর্ধশতাধিক দোকান-বাড়িঘর পুড়ে যায়। এর আগে ২০২০ সালে আগুন লাগে থানচি বাজারে।
ইএস/আরবি
মন্তব্য নেওয়া বন্ধ।