ত্রাণ দেওয়ার কথা বলে নারীদের বোকা বানাতেন একটি চক্র। এ চক্রের সদস্যরা ভিকটিমকে বিভিন্ন জায়গায় ত্রাণ দেওয়ার কথা বলে অফিসে নিয়ে যেতেন। এরপর অফিসে ঢুকার সময় স্বর্ণালঙ্কার খুলে রেখে যেতে হবে বলে জানানো হয়। সরল বিশ্বাসে কেউ স্বর্ণালঙ্কার খুলে রেখে যাওয়ার পর মুহূর্তেই পালিয়ে যেত চক্রের সদস্যরা। তবে এবার আর শেষ রক্ষা হয়নি।
এক ভুক্তভোগী নারীর অভিযোগের পর বুধবার (৫ এপ্রিল) রাতে নগরের বহদ্দারহাট এলাকা থেকে চক্রের মূল হোতা মো. মাসুদ সরদারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, সম্প্রতি এক নারীর স্বর্ণের চেইন, কানের দুল, আংটি, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় দুজন ব্যক্তি। এসব স্বর্ণের মূল্য ১ লাখ ৬১ হাজার টাকা।
এ ঘটনায় ভিকটিম থানায় অভিযোগ করলে প্রতারক মাসুদ সরদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আত্মসাৎ করা স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এনইউএস/আরবি