রাতের আঁধারে ইউপি কার্যালয়ে আগুন, চেয়ারম্যানের দাবি ‘পরিকল্পিত’

আনোয়ারায় ইউপি কার্যালয়ে ‘রহস্যময়’ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

জানা গেছে, আগুনে ইউপি পরিষদের অস্থায়ী কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র, ফটোস্ট্যাট মেশিন, প্রিন্টার, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, সোলার প্যানেল, ইন্টারনেট সার্ভার ও নগদ অর্থ পুড়ে গেছে।

আরও পড়ুন: মধ্যরাতের আগুনে পুড়ল হোটেল সফিনা

এদিকে বরুমছড়া ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন চৌধুরীর দাবি নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন এ আগুন লাগিয়েছে।

চেয়ারম্যান শাহাদাত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৫টায় আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পরিষদের গুরুত্বপূর্ণ নথিপথসহ সবকিছু পুড়ে গেছে। নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের লোকজন আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ঘর উপহারের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল ইউপি সদস্যের বিরুদ্ধে

আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মু. মাসুদ পারভেজ বলেন, বরুমছড়া ইউপি কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আজ (শুক্রবার) বেলা ১২টার দিকে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!