তিন রাস্তার মোড়ে ৬ ছিনতাইকারী আটক

নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

রোববার (১৮ জুলাই) দিনগত রাতে পুরাতন রেলস্টেশন সংলগ্ন গোয়ালপাড়া তুলাতলীর তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

আটকরা হলেন— মো. রফিকুল ইসলাম ওরফে মঙ্গল (৩৬), মো. শফিকুল (২৫), বাবু মিয়া (৩২), মো. আলাউদ্দিন আক্তার রনি (২৭), মো. মিনহাজ উদ্দিন ওরফে হৃদয় (২০) ও মো.শাকিল (৩২)।

জানা যায়, আটকক ছয়জন পেশাদার ছিনতাইকারী। তারা রাতের সময়কে টার্গেট করে নগরের বিভিন্ন অলি-গলিতে ঘুরে ঘুরে ছিনতাই করে। তাদের একমাত্র আয়ের উৎস ছিনতাই। এবার তারা কোরবানির ঈদকে কাজে লাগাতে বেরিয়ে ধরা পড়ল পুলিশের হাতে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, পুরাতন রেলস্টেশনের গোয়ালপাড়া তুলাতলী এলাকা থেকে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ছয়জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬টি স্টিলের টিপ ছোরা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Yakub Group

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!