আধুনিক চকসুপার মার্কেটের তালাবদ্ধ অফিস খুলে বুঝিয়ে দেওয়া হলো বর্তমান কমিটিকে

আলিফ মীম টাওয়ারের নির্মাণসামগ্রী ফুটপাত ও রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে মামলাও করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে চট্টেশ্বরী এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: পটিয়া ভূমি অফিসে ব্যতিক্রমী উদ্যোগ

একই অভিযানে নগরের কোতোয়ালী থানা এলাকার সিটি করপোরেশন পরিচালিত মিউনিসিপ্যাল মডেল স্কুল মার্কেটের ১৪ নম্বর দোকানের অবৈধ দখলদার উচ্ছেদ করে সিলগালা করে দেওয়া হয়। এছাড়া চকবাজারের আধুনিক চকসুপার মার্কেটের দীর্ঘদিন বন্ধ থাকা সমিতি অফিস খুলে দিয়ে বর্তমান কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে মামলাসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিউনিসিপ্যাল মডেল স্কুল মার্কেটের ১৪ নম্বর দোকানের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে সীলগালা এবং চকবাজারের আধুনিক চকসুপার মার্কেটের তালাবদ্ধ থাকা সমিতি অফিস খুলে দিয়ে বর্তমান কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!