তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমাণের সময় এসেছে

পটিয়ায় ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজনে করে পটিয়া উপজেলা তথ্য অফিস।

পটিয়া উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা উজ্জল শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

আরও পড়ুন : মিরসরাইয়ে শুরু তারুণ্য মেলা

বক্তব্য রাখেন সমন্বয়ক রেদোয়ান সিদ্দিকী, তালহা তাকিম ও মো. মারুফ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এটি সমযোপযোগী উদ্যোগ। আমরা বৈষম্যমুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখছি। তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত। তাই আজ সময় এসেছে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমাণের।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm