তারাবিহ নামজের সময় ঘরে ঢুকল মুখোশ পরা লোক, নারীদের বেঁধে লুট

মিরসরাইয়ে তারাবিহ নামাজ চলার সময় ডাকাতির ঘটনা ঘটেছে। পুরুষ না থাকার সুযোগে ডাকাতেরা ঘরে ঢুকে নারীদের জিম্মি করে বেঁধে রেখে। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামের আনোয়ার আলী চৌধুরী বাড়ির প্রকৌশলী জাহিদ চৌধুরীর ঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য প্রকৌশলী জাহিদ চৌধুরী বলেন, বুধবার রাতে তারাবিহ নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়র সুযোগে ছাদের সিঁড়িঘর দিয়ে মুখোশধারী ৮/১০ জন লোক ভেতরে ঢুকে। পরে দেশীয় অস্ত্রের মুখে আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রীর হাত-মুখ বেঁধে নগদ ৩ লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন : ‘ভয়’ দেখিয়ে লুট করে ওরা

তিনি আরও বলেন, ডাকাতরা হাত-পা বাঁধায় আমার আম্মা অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে চিকিৎসা শেষে ওনাকে বাড়িতে নিয়ে এসেছি। ঘটনার পর স্থানীয়দের কাছে জেনে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দেব।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার সেকেন্ড অফিসার মো. শহীদুল্লাহ মামুন আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm