কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে পড়ে ছিল এক তরুণীর লাশ। ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে তার লাশ রেখে পালিয়ে যায়। আনুমানিক ২৫/২৬ বছর বয়সী ওই তরুণীর কপালে জখমের চিহ্ন দেখে এ ধারণা পুলিশের।
রোববার (২২ আগস্ট) সকালে চকরিয়ার ফাঁসিয়াখালীর জাপান-টোবাকো সংলগ্ন মহাসড়ক থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন রাস্তায় ওই তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: মুখে স্কচটেপ—রেললাইনের ব্রিজে পড়েছিল যুবকের লাশ
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অজ্ঞাত তরুণীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রির্পোটে ওই তরুণীর কপালে জখমের চিহৃ দেখা পাওয়া গেছে। মনে হচ্ছে কেউ মেরে থাকে এখানে ফেলে রেখে পালিয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গার নিয়েছে পরিচয় শনাক্তের জন্য। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।