ফটিকছড়িতে একটি বসতঘরের সেপটি ট্যাংক থেকে বস্তাবন্দী এক অজ্ঞাত তরুণীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ভুজপুর থানাধীন পশ্চিম ভুজপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: তরুণীর লাশ—সড়কেই, কপালে জখমের চিহ্ন—শরীরে রক্তের দাগ
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) সকালে ওই এলাকার হেজাগাজি বাড়ির শাহ আলমের বসতঘরের পেছনে সেপটি ট্যাংক পরিষ্কারের সময় বস্তাবন্দি লাশ দেখতে পান একজন। পরে এলাকার লোকজনকে জানানো হলে তারা ভুজপুর থানায় খবর দেয়।
যোগাযোগ করা হলে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, নিহত তরুণীর লাশটি বিবস্ত্র এবং অর্ধগলিত। আনুমানিক বয়স ৩০-৩৫ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে ২০-২৫ দিন আগে তাকে হত্যার পর বস্তায় ভরে লাশ সেখানে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আক্কাছ/আরবি