তক্ষক নিয়ে অপেক্ষা গিরিছায়া রেস্টুরেন্টের সামনে, পালাতে গিয়ে ধরা ২ জন

রাউজানে বন বিভাগের সহায়তায় একটি বিরল প্রজাতির তক্ষকসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম -রাঙামাটি মহাসড়কের রাবার বাগান গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গোপন সংবাদে আটক করা হয়।

এদিকে আজ (রোববার) বিকালে উদ্ধার করা তক্ষকটি বনে অবমুক্ত করেছে হাটহাজারী বনবিভাগ।

আরও পড়ুন: ‘অনন্য রেকর্ড’— রাউজানে ভোটের আগেই সবাই জয়ী 

হাটহাজারী বন বিভাগ সূত্রে জানা যায়, গিরিছায়া রেস্টুরেন্টের সামনে কয়েকজন ব্যক্তি তক্ষক বেচাকেনা করছেন- এমন খবরে অভিযানে চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চাইলে এ সময় ২ জনকে আটক করা হয়। এরপর একটি তক্ষক উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে র‌্যাব-৭। বন বিভাগ তক্ষকটি বনে অবমুক্ত করে। তক্ষকটি প্রায় ৯ ইঞ্চি লম্বা, ওজন ১০০ গ্রামের মতো।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, র‌্যাব-৭ এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় আমরা একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করতে সক্ষম হয়েছি। আজ (রোববার) দুপুরে জঙ্গলে তক্ষকটিকে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

শফিউল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm