ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে নির্মাণাধীন ফুটওভারব্রিজের কাজের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ রাখার এ ঘোষণা এসেছে।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগ চট্টগ্রাম সূত্রে বিষয়টি জানা গেছে।
জানা যায়, এদিন ফুটওভারব্রিজে ডেকবিম বসানো হবে। নিচ থেকে ওপরে তোলার সময় দুর্ঘটনা এড়াতে মহাসড়কের দুই পাশের রাস্তা বন্ধ রাখা হচ্ছে।