নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মু. ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি—লিট) ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এ ডিগ্রি তুলে দেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য তাঁকে এ ডিগ্রি দেওয়া হয়।
এর আগে চবিতে পৌঁছালে ড. ইউনূসকে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিন্ডিকেট সদস্য ও শিক্ষকরা।
আরও পড়ুন : দেশের অর্থনৈতিক পরিবর্তনে মূল ভরসা চট্টগ্রাম বন্দর : ড. ইউনূস
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, ফারুক-ই-আজম, মু. ফাওজুল কবির খান ও নূরজাহান বেগম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।
এছাড়া উপস্থিত ছিলেন চবির উপউপাচার্য (একাডেমিক) ড. মো. শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন।
সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ জন গবেষককে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। চবির সর্বশেষ সমাবর্তন হয়েছিল ২০১৬ সালে।
প্রসঙ্গত, চবির অর্থনীতি বিভাগে ১৯৭২ সালে শিক্ষকতা শুরু করেছিলেন ড. ইউনূস।
আরবি/আলোকিত চট্টগ্রাম