ড. ইউনুছ আওয়ামী লীগকে ভয় পান : অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুছ আওয়ামী ফ্যাসিবাদী প্রশাসনের লোকজনকে এখনও পরিবর্তন করতে পারেনি। দুর্নীতিবাজ-লুটেরা কর্মকর্তাদের পিটিয়ে গণধোলাই দিয়ে প্রশাসন থেকে তাড়াতে হবে। আওয়ামী লীগের দোসররা ভারতে আশ্রয় নিয়েছে। ড. ইউনুছ আওয়ামী লীগকে এখনও ভয় পান। তাই তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারেননি। আওয়ামী লীগের লোকজন যাতে দলের ভেতর ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১৫ মার্চ) দক্ষিণ চট্টগ্রামের পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পটিয়া উপজেলা ও পৌরসভা এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : যারা দেশকে ধ্বংস করেছে তাদের বিচার করতে হবে : কর্নেল অলি 

পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী।

এলডিপি নেতা আবদুল কুদ্দুস ও আইয়ুব আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া ও সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, আহমদ নবী, এমএ জাফর, আনিসুল ইসলাম, মাহমুদুল হক চৌধুরী, রাশেদুল ইসলাম, লিয়াকত আলী, সামশুল আলম সিকদার, সাদেক হোসেন, আনোয়ার হোসেন, আকতার হোসেন, ডা. রিজুয়ান আজাদ, গাজী আমির হোসেন, মুজিবুর রহমান, ইঞ্জি. আবদুর রশিদ, আমিনুল হক তানিম, নাদেরুজ্জামান ও সেলিম উদ্দিন।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm