ড্রোন হামলা—টার্গেট ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।

রোববার (৭ নভেম্বর) সকালে এ হামলা চালানো হয় বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

এদিকে ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, বিস্ফোরকসহ ড্রোন হামলায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী ভালো আছেন।

আরও পড়ুন: আনোয়ারার আকাশে ‘রহস্যজনক’ ড্রোন

নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। স্থানীয়রা জানান, সকালে বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এর পরপরই গুলির শব্দ। পরে বিষয়টি স্পষ্ট হয়।

ওই এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও বিদেশি কূটনীতিকদের বাসভবন রয়েছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!