ডেসটিনি পরিচালকের জামিনে বিভক্ত হাইকোর্ট—এক বিচারকের ‘হ্যাঁ’, অন্য বিচারকের ‘না’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৭৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডেসটিনির পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. দিদারুল আলমের জামিন আবেদন নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের জ্যেষ্ঠ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ডেসটিনির পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. দিদারুল আলমের জামিন আবেদন মঞ্জুর করে ছয় মাসের জামিন দেন। তবে কনিষ্ঠ বিচারপতি এস এম মজিবুর রহমান দ্বিমত পোষণ করে আবেদন খারিজ করে দেন।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : সপ্তাহজুড়ে আশার চিত্র 

আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

৭৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় ২০১২ সালের ২০ অক্টোবর রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন ডেসটিনির পরিচালক দিদারুল আলম।

পরে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রোববার তাঁর আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!