উখিয়ায় দুই হাসপাতালের সঙ্গে ডেন্টাল ক্লিনিক সিলগালা

উখিয়ায় ২টি হাসপাতাল ও ১টি ডেন্টাল ক্লিনিকের কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে।

রোববার (২৯ মে) বেলা ১২টায় উপজেলার পালংখালী ও কোর্টবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজউদ্দীন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন।

অভিযানের সময় বালুখালী বাজার সংলগ্ন বি কে ডেন্টাল কেয়ারে কাউকে খুঁজে না পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: চকরিয়ায় ৫ প্যাথলজি—টেকনাফে ৩ ক্লিনিক বন্ধ

পরে পালংখালী বাজার সংলগ্ন তাজমান হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ডসহ হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর কোটবাজারে অরিয়ন হাসপাতাল তালাবদ্ধ পাওয়ায় সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন মহিন, স্যানিটারি পরিদর্শক মো. নুরুল আলম, পরিসংখ্যানবিদ সঞ্জয় দাশসহ পুলিশ সদস্যরা।

শরীফ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm