ডেঙ্গু—চিকুনগুনিয়া রোধে চান্দগাঁওয়ে সিটি করপোরেশনের ক্র্যাশ প্রোগ্রাম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম কার্যক্রম চালানো হয়েছে। এসময় ওয়ার্ডের বিভিন্ন ডোবা, মজা পুকুর, নালা-নর্দমায় মশার ওষুধ ছিটানো এবং মশার প্রজনন স্থান পরিষ্কার করা হয়। এছাড়া সচেতনতা বাড়তে বিতরণ করা হয় লিফলেট।

আরও পড়ুন: চট্টগ্রাম কাঁপাচ্ছে ডেঙ্গু, রোগীর চাপে হিমশিম খাচ্ছে বেসরকারি হাসপাতালগুলো

শনিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরের চান্দগাঁও ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হয়।

ক্র্যাশ প্রোগ্রামে নেতৃত্ব দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক ও চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম। এসময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm