ডা. বিদ্যুৎ বড়ুয়াকে ফেসবুকে কটুক্তি, সাজ্জাতকে ৫ দিন রিমান্ডে নেবে পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেফাঁস মন্তব্য করে দায়েরকৃত মামলায় গ্রেফতার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটির সদস্য মোহাম্মদ সাজ্জাত হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও তাঁর ছোট ভাই কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে বেফাঁস মন্তব্যে সম্পৃক্ততা পাওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, আপত্তিকর মন্তব্যের অভিযোগে মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া থানায় সাজ্জাত হোসেনকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে মামলা করেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm