ডাক্তার দেখাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রবাসী

আনোয়ারায় ছিনতাইকারীর ছুরির আঘাতে নুরুল আবছার (৩৫) নামে এক প্রবাসী আহত হয়েছেন।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উপজেলার পিএবি সড়কের ঝিওরি মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল আবছার বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলি গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

আরও পড়ুন : গলায়—শরীরে আঘাতের রক্তাক্ত দাগ, প্রবাসীর স্ত্রীর লাশ

আহতের বড় ভাই নুরুল আমিন বলেন, নুরুল আবছার শারীরিক অসুস্থতার কারণে শহরে ডাক্তার দেখাতে যান। রাতে বাড়ি ফেরার পথে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকা থেকে অটোরিকশাযোগে বাঁশখালীর পুকুরিয়ায় আসছিল। আনোয়ারার ঝিওরি মাজার গেট এলাকায় এলে গাড়িতে থাকা যাত্রীবেশে তিন ছিনতাইকারী আমার ভাইকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!