‘ডাক্তারের কাণ্ড’ সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে কেক কাটার আয়োজন, ২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিল রোগীরা

স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে থাকা রোগীদের সেবা না দিয়ে বর্ষপূর্তির কেক কাটতে যাওয়ার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। এতে দুঘণ্টা ভোগান্তি পোহাতে হয়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

ঘটনাটি গত ২২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের। অভিযুক্ত ডাক্তারের নাম মহিবুস সালাম সবুজ।

জানা গেছে, সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের যোগ দেওয়ার এক বছর পূর্তি হয় ডা. সবুজের। এ উপলক্ষে উদযাপন করতে কেক কাটতে যান তিনি। সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে পড়েন।

এর ফলে টিকিট কেটে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন ভোগান্তিতে। বেলা ১২টা থেকে ২টা, টানা দুঘণ্টা অপেক্ষা করতে হয় রোগীদের। অনেকে ডাক্তার না দেখিয়েই চলে যান।

এমন দুর্দশার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভুক্তভোগী পোস্ট দিলে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

আয়েশা আক্তার (৩০) নামের এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘বর্ষপূতি পালনে অন্যান্য ডাক্তারসহ কর্মচারীরা ব্যস্ত ছিলেন। ফলে চিকিৎসা না নিয়েই বাসায় চলে আসি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. মহিবুস সালাম সবুজ ‘রোগী দেখে ফোন করবেন’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জানতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm