ডাকাত থেকে রক্ষা পেলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সাবেক প্রতিযোগী ও নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া।
বাবা-মাসহ কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রোহিতপুর নামক একটি স্থানে ডাকাতের কবলে পড়েন তিনি।
পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ তৎক্ষণাৎ উপস্থিত হয়ে তাদের উদ্ধার করেন এবং ডাকাতদের আটক করে থানায় নিয়ে যান।
আরও পড়ুন: পরীমনির ‘পাপ’—কেঁচো খুঁড়তে সাপ!
বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে ফেসবুকে পুরো ঘটনাটির বর্ণনা দিয়ে বাংলাদেশ পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সালওয়া।
তিনি লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ রইলো জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম। ’
প্রসঙ্গত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হন নিশাত নাওয়ার সালওয়া। এরপর তিনি কাজ শুরু করেন শোবিজে। বেশকিছু বিজ্ঞাপনের মডেল হয়ে নাম লেখান সিনেমায়।
আরও পড়ুন: আটকে গেল ‘প্রীতিলতা’, নির্মাতা অপেক্ষায় থাকবেন সেই ‘পরীর’
মোস্তাফিজুর রহমান মানিকের মুক্তি প্রতীক্ষিত ‘স্বপ্ন দেখা রাজকন্যা’ ও সারাহ বেগম কবরী পরিচালিত অসমাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’র নায়িকা সালওয়া। আরও বেশকিছু সিনেমা রয়েছে তার হাতে। তবে এখনো বড় পর্দায় অভিষেক ঘটেনি সালওয়ার।
আলোকিত চট্টগ্রাম