দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদী।
মা মাছ, জীববৈচিত্র্য ও ডলফিন রক্ষায় শনিবার (২২ মে) নদী পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই উপসচিব খালিদ মেহেদী হাসান ও কাজী মোহাম্মদ চাহেল তন্তরী।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন তারা।
উপসচিব খালিদ মেহেদী হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, নদীর মা মাছ, জীববৈচিত্র্য ও ডলফিন রক্ষায় কি করা হচ্ছে- তা জানতে পরিদর্শনে এসেছি। হালদা নদী দূষণের অন্যতম কারণ ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট বিদ্যুৎ কেন্দ্র ও এশিয়ান পেপার মিলের বর্জ্য। আমরা বন্ধ প্রতিষ্ঠান দুটিও পরির্দশন করেছি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন আলোকিত চট্টগ্রামকে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই জন উপসচিব হালদা নদী দূষণরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- জানতে নদী পরিদর্শন করেছেন।
ডিসি