শাক তুলতে গিয়ে শাটল ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধা

নগরের কদমতলী রেলগেইট পার হতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে মনুজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে কদমতলী পোস্তার পাড় এলাকায় রেলগেইট পার হতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মনুজা বেগম (৭০) পেশায় একজন ভিক্ষুক। তিনি কদমতলী পোস্তার পাড় এলাকার একটি বস্তিতে বসবাস করতেন।

আরও পড়ুন: চমেক বন্ধ হলো ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে, হল ছাড়তে হবে শিক্ষার্থীদের

যোগাযোগ করা হলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, সকালে শাক তুলতে যাওয়ার সময় কদমতলী রেলগেইট পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মনুজা বেগম নামে এক বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি পোস্তার পাড় এলাকার বস্তির বাসিন্দা।

Yakub Group

তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!