আবার শাটল ট্রেনের সঙ্গে সংঘর্ষ—এবার দুমড়েমুচড়ে গেল অটোরিকশা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সঙ্গে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবারের সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী রেলক্রসিং গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে অটোরিকশার ভেতর যাত্রী ছিল কিনা এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা শাটল ট্রেনের সঙ্গে বিপরীত পাশ থেকে আসা অটোরিকশা ধাক্কা লাগে। এসময় অটোরিকশাটি উল্টে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন: খুলশীতে ট্রেন-বাস-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ নিহত ২, রক্তাক্ত ১০

যোগাযোগ করা হলে রেলওয়ে পুলিশের ওসি নাজিম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, একটি অটোরিকশা বিপরীত পাশ থেকে এসে রেলক্রসিংয়ে ঢুকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রসঙ্গত, শনিবার (৪ ডিসেম্বর) খুলশীর জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটে ডেমু ট্রেনের সঙ্গে অটোরিকশা, টেম্পো ও বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!