ট্রাকে ছিনতাই করার সময় যুবক আটক, পালিয়ে গেল দুই সঙ্গী

মিরসরাইয়ে ট্রাকে ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। তবে এ সময় তার সঙ্গে থাকা অন্য দুইজন পালিয়ে যায়।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছুরি, মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আকট ছিনতাইকারীর নাম অনিক দেবনাথ (২১)। তিনি করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের শিবু দেবনাথের ছেলে। তার সঙ্গে থাকা অন্য দুজন হলেন- রানা (২১) ও মেজবা (২৫)।

আরও পড়ুন: ছিনতাইয়ের ‘নাটক’ করেও হয়নি শেষ রক্ষা, পুলিশের হাতে ধরা

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম শরফুদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার রাতে টইল টিম ছিনতাইকালে অনিক দেবনাথ নামের একজনকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা দুজন রানা (২১) ও মেজবা (২৫) পালিয়ে যায়। অনিকের কাছ থেকে একটি ছুরি, একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকচালক ইনাম হোসেন রিয়াজ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন। আটক অনিককে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm