বাঁশখালীর বাণীগ্রাম জুইন্যারটেক এলাকায় বালিবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।
শুক্রবার (৪ জুন) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ বেগম (৩১) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাঝিরপাড়ার এলাকার নাজির আহমদের মেয়ে এবং শফি আহমদের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে আল আমিনসহ (১১) আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহাগ বেগম অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তার পরিবারের স্বজনরা।
এলাকাবাসী জানায়, এ ঘটনার জন্য দায়ী ট্রাক চালক মো. হৃদয়। বেপরোয়া গাড়ি চালানোসহ তার বিরুদ্ধে আরো কয়েকটি দুর্ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। তাকে নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন শালিশ-বৈঠকও হয়েছে কয়েকবার।
পুলিশ আটক করলেও স্থানীয় প্রভাবশালীরা তাকে আবার ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানান এলাকাবাসী।
পুলিশ চালক মো. হৃদয়কে আটক এবং বালিবাহী ট্রাকটি জব্দ করেছে।
রামদাস পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক মো. হৃদয়কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উজ্জ্বল/ডিসি