সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে।
নিহতের নাম মো. ইব্রাহিম মোল্লা (৬১)। তিনি সাতকানিয়া উপজেলা দোহাজারীর রাসুলাবাদ গ্রামের মৃত আবদুল আমীনের ছেলে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমিরা এলাকার রয়েল সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন : ৯৯৯—তে কল, প্রাণে বাঁচল সীতাকুণ্ডের ৯ পর্যটক
জানা যায়, চট্রগ্রাম বন্দর থেকে সিমেন্ট তৈরির মালামাল নিয়ে একটি ট্রাক রয়েল সিমেন্ট কারখানায় আসে। মালামাল আনলোড করার সময় ট্রাকটি হঠাৎ পেছন দিকে গড়িয়ে গিলে ইব্রাহিম চাপা পড়েন। গুরুতর আহত ইব্রাহিমকে শ্রমিকরা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক আলোকিত চট্টগ্রাম বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।