ট্রাকচাপায় লাশ বায়োফার্মার কর্মকর্তা—রক্তাক্ত ২

চকরিয়ায় ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) চাপায় মো. বোরহান উদ্দিন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুজন।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার নলবিলার খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মৃত জাফর আহমদের ছেলে। তিনি বায়োফার্মা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : ট্রাকচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত উখিয়ায়

আহতরা হলেন— সোনালী ব্যাংকের ম্যানেজার গিয়াস উদ্দিন (৪২) ও বায়োফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার এসএম আলমগীর ৪৫)।

স্থানীয়রা জানান, আজ সকালে বোরহান, গিয়াস ও আলমগীর মোটারসাইকেলে করে পেকুয়া উপজেলার শিলখালীর নিজ বাড়ি থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা খাদ্যগুদামের সামনে পৌঁছালে পেছন থেকে ইটভর্তি একটি ট্রাক মোটারসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান বোরহান উদ্দিন। আহত হন গিয়াস উদ্দিন ও এসএম আলমগীর। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো.আরিফুল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বোরহান উদ্দিন নামে একজন নিহত হয়েছেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm