চট্টগ্রামের পাহাড়তলী থানার টোল রোডের রাণী রাসমনি বারুণী ঘাট এলাকায় প্রাইভেট কার ও ট্রেলারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এছাড়া ইউপি মেম্বারসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছেন বলে আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন : মহাসড়কে ট্রাককে ধাক্কা দিয়ে লাশ গ্রীন লাইনের চালক, ৩ যাত্রী রক্তাক্ত
সোমবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নগরের টোল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নাসির (৪০) সীতাকুণ্ডের ফকিরবাড়ির বাঁশবাড়িয়া এলাকার আব্দুর রবের ছেলে।
একই এলাকার ইউপি সদস্য ইসমাইল হোসেন (৬৫) গুরুতর আহত হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখেন কর্তব্যরত চিকিৎসক। আহত বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, টোল রোডে একটি প্রাইভেট কারের সাথে ট্রেলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও হতাহতদের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তাদের বাড়ি সীতাকুণ্ড বলে জানা গেছে।
জেএন/এসআর