টেকনাফে ১০ দিনের লকডাউন

টেকনাফ উপজেলায় শুক্রবার (২১ মে) থেকে রোববার (৩০ মে) পর্যন্ত ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে গত ১৯ মে কক্সবাজার জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সমন্বয়কের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির অনলাইন সভায় সংক্রমণ বেশি হওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।

টেকনাফ, উখিয়া ও কক্সবাজার সদর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেয়া হলেও প্রাথমিকভাবে টেকনাফ উপজেলায় ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয় বলে জানান টেকনাফ ইউএনও পারভেজ চৌধুরী।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!