টেকনাফে সুপারির বস্তায় বিদেশি অস্ত্র, যুবককে ফেলে পালাল সহযোগী

টেকনাফে সুপারির বস্তা থেকে মিলল একটি বিদেশি জি-থ্রি রাইফেল, দুটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড তাজা গুলি। এ ঘটনায় মো. হেলাল উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে এসময় কৌশলে পালিয়ে যায় অপর এক সহযোগী।

সোমবার (১ জুলাই) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ওসমান গনি। আজ বিকেলে টেকনাফ মডেল থানার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

জানা যায়, আটক হেলাল রামু উপজেলার পূর্ব জুমছড়ি (গর্জনিয়া) এলাকার মনির আহমদের ছেলে। পলাতক মু. জুয়েল রানা (৩৫) মহেশখালী ধলঘাটা পণ্ডিতের ডেইল এলাকার লুকমান হাকিমের ছেলে।

আরও পড়ুন : দেশি-বিদেশি অস্ত্র নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে লুকিয়ে ছিল ২ জঙ্গি নেতা—গোলাগুলি

ওসি বলেন, বিশেষ একটি টিম অস্ত্র-গুলি উদ্ধারে ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান পরিচালনা করে।এসময় টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে পাকা রাস্তায় বসানো বিশেষ চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন এক যুবককে সুপারির বস্তাসহ আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একজন কৌশলে পালিয়ে যায়। পরে সুপারির বস্তা তল্লাশি করে প্লাস্টিকের বাটসহ একটি বিদেশি জি-থ্রি রাইফেলস, দুটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে আটককে জিজ্ঞাসাবাদে রাইফেল ও গুলির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।

ওসি আরও বলেন, আটক ও পলাতক যুবককক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচাসহ নানা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm