টি-আইসিইউ জাপান, মেরিন সিটি ও মেডিকেল সেন্টার হাসপাতালের সমঝোতা চুক্তি

টি-আইসিইউ জাপান, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মেডিকেল সেন্টার হাসপাতালের আইসিইউ বিভাগের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতামূলক সমঝোতা চুক্তি হয়েছে। চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন ও উন্নতর চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (২৫ অক্টোবর) এ সমঝোতা চুক্তি হয়।

আন্তর্জাতিক এই সমঝোতার আওতায় জাপান থেকে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শদাতা হিসেবে অনলাইনে নিয়মিত অংশগ্রহণ করবেন। তাঁরা আধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আইসিইউ সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের নিয়মিত প্রশিক্ষণ নিবেন এবং আইসিইউ পরিসেবার মান উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এদিকে এ উপলক্ষে আয়োজনে সভাপতিত্ব করেন মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মনিরুজ্জামান। জাপানের পক্ষ থেকে টি-আইসিইউ’র বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. ইয়োশিহিকো কনোইকে ও প্রধান পরিচালন কর্মকর্তা কোজি ওভাসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

এতে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ বিভাগের নানা দিক তুলে ধরেন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জন কুমার নাথ, অস্ত্র হাসপাতালের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন উপদেষ্টা ও হাসপাতাল পরিচালক ডা. মো. শরীফ, অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল, উপদেষ্টা ও পরিচালক অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি ও হাসপাতালের পরিচালক মাহবুবুল আলম, পরিচালক মো. আব্দুস সালাম, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. আকবর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, ওজিএসবি সভাপতি অধ্যাপক ডা. কামরুন কনা, অধ্যাপক ডা. এসএম, অধ্যাপক ডা. বাসনা মুহুরী, পরিচালক ডা. এএসএস মাহমুদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণয় দত্ত।

সমঝোতায় মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।

Yakub Group

সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত করেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে উপদেষ্টা ও পরিচালক ডা. মো. শরীফ ও অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল, মেডিকেল সেন্টার হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মনিরুজ্জামান এবং টি-আইসিইউ কো. লি. জাপান-এর পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা কোজি ওড়া।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!