সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য ও টিকা সনদ ছাড়া ক্রেতাদের খাবার পরিবেশন করায় নগরের ৬ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) নগরের আন্দকিল্লা, লালদীঘি ও নাসিরাবাদ এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এর আগে গত শনিবার (২২ জানুয়ারি) একই অপরাধে নগরের নামিদামি ১২ রেস্তোরাঁকে জরিমানা করা হয়।
আরও পড়ুন: কুটুমবাড়ি—হান্ডি—কাচ্চি ডাইনসহ নামিদামি রেস্টুরেন্টকে জরিমানা
চসিক জানায়, অভিযানে নাসিরাবাদের সুলতান ডাইনকে ১০ হাজার টাকা, তেরাকোটা, হোয়াইট রেবিট ও ক্রেবকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা। এছাড়া লালদীঘি এলাকার নিউ মালঞ্চ ও পড়শী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আন্দরকিল্লা এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ৬ জনকে ১ হাজার টাকা করে ৬ হাজার টাকাসহ ১২ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অভিযানে গ্রাহকদের টিকা সনদ দেখার পাশাপাশি মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে রেস্টুরেন্ট মালিকদের নিদের্শনা দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধ ও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
আরবি